California
mist
6.6 ° C
7.8 °
4.9 °
97 %
4.1kmh
100 %
Sun
17 °
Mon
7 °
Tue
3 °
Wed
-1 °
Thu
-3 °
Sunday, February 16, 2025

Opposition slams Centre over...

The Opposition on Sunday criticized the BJP-led Centre over the stampede at...

ICC Champions Trophy 2025:...

Rohit Sharma and Mohammad Rizwan (Getty Images) After the thrilling T20...
HomeWorldতিব্বতে ভয়াবহ ভূমিকম্প...

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প / মাইনাস তাপমাত্রায় উদ্ধারকাজ চালানোই হবে চ্যালেঞ্জ


তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির তিংরি প্রদেশ। ৭ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থল এখানেই। আর উৎপত্তিস্থলের ২০ কিলোমিটারের মধ্যে রয়েছে তিনটি শহর ও ২৭টি গ্রাম, জনসংখ্যা প্রায় সাত হাজার।

ভূমিকম্পের ধাক্কা কাটাতে না কাটতেই এই অঞ্চলে নতুন উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। উৎপত্তিস্থল থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তরে রয়েছে এভারেস্ট পর্বতমালা। তিংরিকে বলা হয় এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ধ্বংসস্তূপে ভরা শহরে ঘরছাড়া মানুষেরা কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে।

নেপাল সীমান্তবর্তী এই অঞ্চলে ভূমিকম্পের সময়েও তাপমাত্রা হিমাঙ্কের নীচে ছিল। সকালে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। এই পরিস্থিতির মধ্যেই চীনা সেনাবাহিনী তিব্বতের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের পর বেশ কিছুভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে ব্রিটিশ বার্তাসংস্থা একটি ভিডিও প্রকাশ করছে। তারা জানিয়েছে, ওই ভিডিওটি তিব্বতের লাৎসে শহরের কাছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দোকান ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও তার আশেপাশের অঞ্চলে অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে।

মাউন্ট এভারেস্টের পাদদেশে এই অঞ্চলটি পর্বতারোহীদের অন্যতম পছন্দের জায়গা। মঙ্গলবারের ভূমিকম্পে এই অঞ্চলে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লাখ মানুষ।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, প্রথম জোরালো ভূমিকম্পের পরের তিন ঘণ্টায় প্রায় ৫০ বার কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে এই অঞ্চলে। যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এভারেস্টের কাছে এই হিমশীতল পরিবেশে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহ শুরু করেছে চিনা প্রশাসন। কাপড়ের তাঁবু, কম্বল ও এই ধরনের শীতল জায়গায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিলি করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। চীনের সরকারি বার্তাসংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় দমকলকর্মী ও উদ্ধারকারী মিলিয়ে দেড় হাজারেরও বেশিজনের একটি দলকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Continue reading

Wanted in murder case, two deportees from U.S. arrested after landing in Amritsar

The U.S. military aircraft carrying 116 illegal Indian immigrants, including 65 from Punjab, landed in Amritsar at 11.35...

Opposition slams Centre over stampede at Delhi station, calls it mismanagement

The Opposition on Sunday criticized the BJP-led Centre over the stampede at New Delhi railway station, which claimed 18 lives, accusing it of "insensitivity" and "mismanagement" amid the heavy rush of passengers traveling to Prayagraj for the Maha...