California
mist
-0.3 ° C
0.4 °
-0.7 °
89 %
3.1kmh
100 %
Wed
1 °
Thu
5 °
Fri
3 °
Sat
2 °
Sun
8 °
Wednesday, February 12, 2025
HomeWorldশেবাগের ২০ বছরের...

শেবাগের ২০ বছরের সংসার কি ভাঙনের পথে?


২০ বছরের সংসার ভাঙতে চলছে বীরেন্দ্রর শেবাগের? ভারতীয় গণমাধ্যমে এসেছে এমন খবর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াত ইনস্টাগ্রামে একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন।

সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক মাস ধরেই আলাদা থাকছেন সেহওয়াগ এবং আরতি। অবনতি হয়েছে তাদের সম্পর্কের। সেই পরিস্থিতিতে তারকা দম্পতির ডিভোর্সের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও তাদের কারো পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রেম করে ২০০৪ সালে শেবাগ এবং আরতির বিয়ে হলেও সম্প্রতি তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ কেউ। ওই মহলের বক্তব্য, দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন শেবাগ। কিন্তু সেই পোস্টে আরতির কোনও এনগেজমন্টে পাওয়া যায়নি।

আবার সপ্তাহদুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের পালাক্কড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন শেবাগ। তাতেও আরতির বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সেই পরিস্থিতিতে অনেকের মনে সন্দেহ জেগেছে যে শেবাগ এবং আরতির মধ্যে সবকিছু ঠিকঠাক নেই।

এদিকে আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেট তারকার ইনস্টাগ্রামে কোনও পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় আরতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে শেবাগ এবং আরতির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

২০০৪ সালে বিয়ে হয় শেবাগ ও আরতির। তারকা দম্পতির ঘরে দুই পুত্রসন্তানও আছে। এমন সাজানো সংসারটা কি ভাঙনের পথে?

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Continue reading

A Swoon-Worthy Romantic Novel

In this witty rom-com read, bestselling author Ashley Poston gives a literal interpretation of the phrase “right place, wrong time.” A star-crossed couple whose intense attraction cannot sur- mount one significant obstacle: they are separated by a...